ঢাকা সোমবার ৬ অক্টোবর, ২০২৫

ঢাকা সোমবার ৬ অক্টোবর, ২০২৫

ভাওড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন

✒ আনোয়ার হোসেন , স্টাফ রিপোর্টার: প্রকাশিত: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ

আনোয়ার হোসেন , স্টাফ রিপোর্টার: ১২ অক্টোবর (শনিবার) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের বিভিন্ন দূর্গা পূজার মন্ডপ পরিদর্শন করেছেন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির শিশু বিষয়ক সম্পাদক এবং সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকীর নির্দেশনায় মির্জাপুর ভাওড়া ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। নেতৃবৃন্দ আবুল কালাম আজাদ সিদ্দিকীর শারদীয় শুভেচ্ছা সনাতন ধর্মালম্বীদের কাছে পৌঁছে দেন। ভাওড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার ফারুক হোসেন সম্রাটের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ভিপি ফরহাদুল ইসলাম ফরহাদ ও এস এম সামছুল আলম , প্রচার ও প্রকাশনা সম্পাদক তাহেরুল হক খোকন। উপজেলা বিএনপির সদস্য মোঃ লিটন মাহমুদ এবং মোঃ শাহ আলমসহ ইউনিয়ন ওয়ার্ড ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন । সঞ্চালনায় ছিলেন ভাওড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাশেম খান ।