ঢাকা সোমবার ৬ অক্টোবর, ২০২৫
মোঃ উজ্জ্বল সরকার,গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ীর পল্লীতে আমন ধানের ক্ষেত থেকে আলীবুদ্দিন (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ অক্টোবর) সকালে উপজেলার বেতকাপা ইউনিয়নের বুড়ির বাজার এলাকায় থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত আলীবুদ্দির গাইবান্ধা সদর উপজেলা বোয়ালী ইউনিয়নের পিয়ারাপুর মিয়াবাজার নামক এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয়রা জানান, গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের ঘেষে বুড়ির বাজার এলাকায় আমন ধানের ক্ষেতে পানিতে মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। থানা অফিসার ইনচার্জ মো. জুলফিকার আলী ভুট্টো বিষয়টি নিশ্চিত করে বলেন, অজ্ঞাত মরদেহ উদ্ধার করে প্রথমে থানায় নিয়ে আসলে পরে তার পরিচয় পাওয়া যায়। সুরহাতল রিপোর্ট শেষে মরদেহ ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়ে। মরদেহের শরীরের আঘাতের চিহৃ দেখা যায়নি। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
আপনার মতামত লিখুন :