আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ দূর্গাপূজা উপলক্ষ্যে সাতক্ষীরা জেলা আইন শৃংখলা বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ অক্টোবর) সকাল ১১ টার সময় জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এর সভাপতিত্ব সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মনিরুল ইসলাম মূনীর, সেনাবাহিনীর মেজর ইস্তিয়াক, সাতক্ষীরা ডিডি এলজি মাসরুবা ফেরদৌস। সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, বিজিবি, আনসার, নৌপুলিশ, ফরেস্টসহ জেলা পূজা ও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা গন উপস্থিত ছিলেন। সভায় আসন্ন দূর্গা পূজা নিরবিগনে পালন এর জন্য প্রশাসন সকল প্রকার সহযোগিতা ও আইন শৃংখলা যাতে অবনতি না ঘটে সেই বিষয়ে সর্বত্তক ব্যবস্থা নেওয়া হবে। এসময় জেলা ও উপজেলা পূজা উদযাপন কমিটির সার্বিক খবরাখবর ও অতি বৃষ্টির কারণে পূজা করতে যাহাতে দূর্ভোগ না হয় সে বিষয়ে সকল কে সার্বিক সহযোগিতার জন্য আলোচনা করা হয়।
আপনার মতামত লিখুন :