ঢাকা সোমবার ৬ অক্টোবর, ২০২৫

ঢাকা সোমবার ৬ অক্টোবর, ২০২৫

লালমনিরহাটে ৪শত ৬১ টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপন হবে

✒ চয়ন কুমার রায়,লালমনিরহাট জেলা প্রতিনিধি: প্রকাশিত: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ৯:০০ অপরাহ্ণ

চয়ন কুমার রায়,লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাটে ৪শত ৬১ টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপন হবে। যতই দিন যাচ্ছে ততই ঘনিয়ে আসছে সনাতন হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় শারদীয় দুর্গাপূজা। আগামি ৯ অক্টোবরে মহাষষ্ঠীর মধ্য দিয়ে ৪৬১ টি মন্ডপে শুরু হবে দুর্গাপূজা। ইতোমধ্যে শিল্পীরা মন্ডপগুলোতে প্রতিমা তৈরির কাজ অনেকখানি এগিয়ে নিয়েছেন। অনেক মন্ডপে চলছে প্রতিমা সাজাতে নিপুণ হাতে রংতুলির কাজ। দিন ঘনিয়ে আসায় প্রতিমা তৈরীর কারিগররা রাতদিন ভর কাজ করছে। লালমনিরহাট মোট ৪৬১ টি মন্ডপে প্রতিমা তৈরির কাজ শেষের দিকে, শিল্পীরা এখন ব্যস্ত সময় পার করছেন রং তুলির আঁচড়ে সৌন্দর্যবর্ধনে।জেলায় মোট ৫টি উপজেলার মধ্যে সদর উপজেলায় ১৫৮ টি আদিতমারী, ১১০ টি কালিগঞ্জে ৭১ হাতিবান্ধায় ৯৩ ও পাটগ্রামে ২৯ টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপন হবে বলে জানাগেছে। হিন্দু সম্প্রদায়ের ভক্ত কুলেরা জানান,আমরা অধীর আগ্রহে আছি মায়ের শ্রীপাদপদে পুষ্পাঞ্জলীর দেবার জন্য। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের লালমনিরহাট জেলা শাখার সভাপতি, হিরাল লাল রায় জানান, নদী পাহাড় বন ও সাগর ঘেরা পৃথিবীর লক্ষকোটি ভক্ত হৃদয়ের আহ্বানে ঐশ্বর্য্যদায়িনী, মহিষাসুরমর্দিনী, দূর্গতিনাশিনী, মাতৃরূপিনী জগৎজননী ‘মা’ আসছেন মর্ত্যধামে- সে জন্য ঘরে ঘরে শারদীয় উৎসবের ধুম লেগেছে। লালমনিরহাট জেলায় দূর্গাতিনামিনী ‘মা’ দেবীদূর্গার বোধনের মধ্য দিয়ে আগামী বুধবার (৯ অক্টোবর) থেকে শারদীয় দূর্গোৎসব শুরু হয়ে শনিবার (১২ অক্টোবর) প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে তা সমাপ্তি ঘঠবে। ইতিমধ্যে পূজার যে আমেশ সেটি হিন্দু সম্প্রদায়ের মধ্যে শুরু হয়েছে, মন্ডপ মুলুকগুলোতে কাদা মাটি এর কাজ শেষ হয়েছে এখন রং এবং প্রতিমা সাজানোর কাজ চলছে। ইতিমধ্যে আমরা প্রশাসনের সঙ্গে মিটিং করেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে পূজার নিরাপত্তায় পুলিশ, আনসারের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন থাকবে। আশা করি সকলের সহযোগিতায় এবারের পূজাটা আমরা সম্পূর্ণ করতে পারবো। এ বিষয়ে লালমনিহাট জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম জানিয়েছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে সকল ধরনের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে সেই সাথে মোবাইল টিম কাজ করবে। আমরা এখন থেকেই পূজা মন্ডপ ও যেসব জায়গায় গুলোতে প্রতিমা গুলো তৈরি হচ্ছে সেই জায়গাগুলোতে নজরদারিতে রাখছি এবং ইউনিয়নগুলোর বিড পুলিশ অফিসার রয়েছেন সেই বিড অফিসাররা মন্ডপে মন্ডপে খোঁজ খবর রাখছে। তিনি আরো বলেন, নিরাপত্তা নিয়ে অসংখ্যার কোন কারণ নেই শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গা পূজা শেষ হবে বলে আমরা আশা করছি।