ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

ডাক ঘরে হয়না পতাকা উত্তোলন

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩, ৪:৫৭ অপরাহ্ণ

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদর ডাক ঘর কার্যালয়ে হয়না বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন।মধ্যনগর উপজেলা ডাকঘর(২৪৫৬) কার্যালয়ে পোষ্ট মাস্টার গণেশ চন্দ্র সরকার বিষয়টি স্বীকার করে বলেন আমরা শুধু বিশেষ দিনেই পতাকা উত্তোলন করি,এছাড়া করি না। তবে বাংলাদেশে সরকারী গুরুত্বপূর্ণ অফিসের অংশ হিসেবে দাড়িয়ে রয়েছে মধ্যনগর উপজেলা ডাকঘরটিও।জনমনে প্রশ্ন তবে কেন এমন?

১০অক্টোবর সরেজমিন ও দীর্ঘদিনের প্রত্যেক্ষ অনুসন্ধানের পর মধ্যনগর উপজেলা ডাক ঘরের পোষ্ট মাস্টার গণেশ চন্দ্র সরকারের সাথে কথা বললে তিনি’ বলেন আমার বিষয়টি জানা নেই।আমরা পতাকা টানাই না।তবে জেনে নেব।উর্ধ্বতনের সাথে তৎক্ষনাৎ মুঠোফোনে কথা বলে গনমাধ্যমকে উত্তর দেন জাতীয় পতাকা টাঙ্গানো ভাল,তবে আগামীকাল থেকে টাঙ্গানো হবে।

এবিষয়ে মধ্যনগর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মোঃরুহুল আমীন তালুকদার জানান এটি অত্যান্ত নিন্দা জনক।একজন অফিস প্রধান নিজেই জানেন না অথচ সরকারী চাকুরী করেন। কতৃপক্ষের নিকট প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জোর দাবী জানাই।

এবিষয়ে মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী কমিশন ভূমি মোঃঅলিদুজ্জামান,গণমাধ্যমকে বলেন সরকারী যেকোন প্রতিষ্টানে অফিস চলাকালীন সময়ে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে।এছাড়াও বিষয়টি খোজ নিয়ে দেখবো।এমনটি হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।