✒ নিজস্ব প্রতিবেদক , তানোর : প্রকাশিত: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ৯:৩১ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক , তানোর : রাজশাহীর তানোর উপজেলার পাঁচান্দর ইউপির কোয়েলহাট আদালতে তানোর কোয়েল হাটে অ্যাডভোকেট জাকির হোসেনকে সন্ত্রাসী স্টাইলে মারধরের ঘটনার মামলায় ৭ জন জেল হাজতে। আজ ১ অক্টোবর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে আত্মসমর্পণ করলে কোয়েল কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান সহ ২০ জন আসামি আজকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে আত্মসমর্পণ করলে অধ্যক্ষ মিজানুর রহমানসহ সাত জন আসামি সি ডাব্লু মূলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জেল হাজতে প্রেরণ করেন হাজতী আসামি (১) অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান (২) মোঃ মিলন( ৩)মোঃ মমিন (৪)মোহাম্মদ মুজাহিদ (৫) মোঃ শফিকুল হক শফি (৬) মোঃ মোস্তাফিজুর রহমান (৭)মোঃ জামান জেল হাজতে পেরুন করা হয়েছে।
আপনার মতামত লিখুন :