ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

আদিতমারীতে ডিপ ঘরে তালা, ক্ষতির সম্মুখে শত শত বিঘা ধান

✒ দৈনিক কলম যোদ্ধাঃ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪, ৪:৩১ অপরাহ্ণ

 মোঃ ইব্রাহিম সরকার স্টাফ রিপোর্টার : লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের ০১ নং ওয়ার্ড কিসামত ক্ষুদ্রচন্দ্রপুরে কৃষি মন্ত্রণালয় এর অধীন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের সেচ প্রকল্পের ডিপ ঘরে তালা দেওয়ার থানায় অভিযোগ করছেন মোঃ হানিফ উদ্দিন ও ভুক্তভোগী এলাকার সাধারণ কৃষকরা মানববন্ধন করেছেন। এলাকার কৃষকেরা বলেন, এই ডিপ ঘরের কনুক অপারেটরের দায়িত্বে প্রথমে ছিলেন আশরাফ। তার বাড়ি ২ কিলিমিটার দুরে। আশরাফ সঠিক সময় জমিতে পানি দিতে না পারায় ও কৃষকদের সাথে খারাপ ব্যাবহার সহ আরোও বিভিন্ন কাহিনি করায় তার বিরুদ্ধে সাধারণ কৃষকরা লালমনিরহাট বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের নির্বাহী ইঞ্জিনিয়ারের কাছে অভিযোগ করে যার কারণে তাকে বাদ দিয়ে সাধারণ কৃষকরা হানিফ উদ্দিনের বাড়ি ডিপ ঘরের কাছে হওয়ায় কনুক অপারেটর হিসাবে তাকে প্রস্তাব দিলে কমকর্তারা হানিফ কে দেন। দীর্ঘ ৪ বছরেরও বেশি সময় ধরে হানিফ মিয়া আমাদের ফসলি জমিতে পানি দিয়ে আরছে যার করণে আমাদের ফসল ভালো হচ্ছে। কিন্তু কয়েকদিন আগে আশরাফ এর ছেলে মোঃ মাসুম মিয়া ওহ তার সহযোগী মোঃ আঃ রউফ বাবু, মোঃ মুন্না মিয়া, মোঃ সুমন মিয়া পিতা ছকমাল, মোঃ মহুবার রহমান সহ অন্যায়ভাবে ডিপ ঘরে তালা লাগিয়ে দেয়। যার কারণে আমাদের ধানের জমিতে পানি দিতে পাচ্ছে না হানিফ। পানি দিতে না পারায় ধানের বিভিন্ন রকম রোগ ব্যাধি ধরে ধান নষ্ট হচ্ছে। আমরা মঙ্গলবার মানববন্ধন করেছে। আমরা হানিফ কে কনুক অপারেটর হিসাবে চাই ও আশরাফ এর উপযুক্ত শাস্তি ও ক্ষতিপূরণ চাই। ডিপ টিউবওয়েলের কনুক অপারেটর মোঃ হানিফ উদ্দিন বলেন, আমি দীর্ঘ চার বছর থেকে কনুক অপারেটর হিসাবে সফলতার সহিত কৃষকের ফসলি জমিতে ডিপ থেকে পানি দিয়ে আরছি। আমার আগে আশরাফ ছিলো কনুক অপারেটর হিসাবে কিন্তু কৃষকের জমিতে সঠিক সময় পানি দিতে না পারায় কৃষকের অভিযোগে তাকে বাদ দেওয়া হয় এবং কৃষকের মতে আমাকে নেয়। কিন্তু কয়েকদিন আগে আশরাফুল এসে আমাকে ভয়ভীতি দেখায়ও সে আবার কনুক অপারেটর এর দায়িত্ব নিতে চায়। কিন্তু কৃষকরা তার পক্ষে না থাকায় সে দায়িত্ব না পেয়ে ডিপ এর ঘরে তালায় লাগায় ও আমি যদি ডিপের ঘরে তালা খুলি তাহলে আমাকে হত্যার হুমকি দেয় আশরাফ এর ছেলে মাসুদ ওহ তার সহযোগী মোঃ আঃ রউফ বাবু, মোঃ মুন্না মিয়া, মোঃ সুমন মিয়া পিতা ছকমাল, মোঃ মহুবার রহমান আমি স্থানীয়ভাবে মীমাংসা করতে না পেরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের কর্মকর্তাদের নির্দেশনায় এদের নামে থানায় ও ইউএনও অফিসে অভিযোগ দিয়েছি। এই কয়েকদিনের তীব্র রোদে জমির পানি সুখিয়ে যাওয়ার ও ডিপের পানি দিতে না পারায় কৃষকের জমির ফসল নষ্ট হয়ে গেছে। প্রশাসনের কাছে দাবি দ্রুত আশরাফ ও তার সহযোগীদের বিরুদ্ধে ব্যাবস্হা গ্রহণ করবে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্প লালমনিরহাট জোনের সহকারী প্রকৌশলী শ্রী ধীরেন্দ্রনাথ বর্মন বলেন, আমাদের ওখানে এখনো হানিফে আছে দ্বিতীয় কোনও অপারেটর নেই। ওখানে একটা ঝামেলার কথা শুনে আমাদের এক অফিসার মাঠ পর্যায়ে তদন্তের জন্য যায়। হানিফ ও আশরাফ এর পক্ষের কৃষকদের আস্তে বলা হয়। কিন্তু ওখানে ১৫/২০ জন কৃষক হানিফ এর পক্ষে এবং আশরাফ এর পক্ষে মাত্র ৩/৪ জন কৃষক ছিলো যার কারণে আমরা হানিফ কে দেই কিন্তু আশরাফ বলে স্যার আজকে তো আমার পক্ষের লোকজন আস্তে পারে নাই আর একদিন সবাইকে ডাকি। কিন্তু সেই কর্মকতা বলেন ডাকেন আমরা তো আপনার মতামত শুনবো না কৃষকের মতামত শুনবো। ওখান থেকে আসার কয়েকদিন পর শুনি আশরাফ এর লোকজন ডিপ ঘরে তালা দিয়েছে। হানিফ যেহেতু ওখান কার আমাদের প্রতিনিধি তাকে বলি থানায় ও ইউএনও স্যার বরাবর অভিযোগ দিতে ও প্রয়োজন হলে আমরা নিজে কোনও সিগনেচার বা সিল এবং যাওয়া লাগবে যাবো।