ঢাকা সোমবার ৬ অক্টোবর, ২০২৫

ঢাকা সোমবার ৬ অক্টোবর, ২০২৫

জলঢাকায় জামায়াতের সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত 

✒ভবদিশ চন্দ্র, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৩৮ অপরাহ্ণ

ভবদিশ চন্দ্র, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারীর জলঢাকা উপজেলায় আসন্ন শারদীয় দুর্গা পুজা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষে এক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে পৌরসভার মুদিপাড়া সার্বজনীন হরি ও দুর্গা মন্দিরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রভাষক লিটন কর্মকার। এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি প্রভাষক ছাদের হোসেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও প্রেসক্লাব জলঢাকার সভাপতি কামরুজ্জামান, জলঢাকা সরকারি কলেজের অধ্যাপক সেলিমুর রহমান সেলিম, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের উপদেষ্টা কাউন্সিলর রনজিৎ কুমার রায়, মঙ্গল রায়, পৌর জামায়াতের আমীর মাওলানা মোজাম্মেল হক, সেক্রেটারি প্রভাষক গোলাম মোস্তফা ও প্রভাষক অবিনাশ রায় সহ বিভিন্ন রাজনৈতিক ও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ। অনুষ্ঠান টি সঞ্চালনা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক রনজিৎ রায়। এসময় পৌর এলাকার সকল মন্দিরে উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গাপুজা উদযাপনে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশার মানুষ একযোগে কাজ করার অঙ্গীকার করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর শাখা এই সমাবেশের আয়োজন করে।