ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

সুন্দর প্রহরের জন্য

✒ মো: কায়সার আলম প্রকাশিত: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৩৮ অপরাহ্ণ

মো: কায়সার আলম

তারা আমাদের চোখ বেঁধেছে
কান বেঁধেছে
মুখের ভাষা কেড়ে নিয়েছে
প্রতিবাদের মুখে তারা
মিথ্যা বানোয়াট সাজিয়ে দিয়েছে
ভাই মেরেছে,বোন মেরেছে
স্বেরাচারী শাসন করেছে,
মিথ্যা মামলায় তারা আমাদের
আয়না ঘরে বন্ধ করেছে।

তারপর……
তারপর কি হয়েছে?
অন্ধকার জগতে ঘন্টা বেজেছে
ছাত্রসমাজ জেগে উঠেছে
দেশের বুলি অন্তরেতে
ভালোবেসে গেঁথে নিয়েছে
রাজপথে আজ ন্যায় চলেছে
ন্যায় চলেছে বন্ধমুখে
ফিরে পেয়েছে ফিরে পেয়েছে
মুখের বুলি ফিরে পেয়েছে
অন্যায়ের বিরুদ্ধে আজ
চোখ খুলেছে,মুখ খুলেছে
অধিকার আমাদের আজ
স্বৈরাচারীর পতন ঘটেছে