ঢাকা শনিবার ১৯শে এপ্রিল, ২০২৫

ঢাকা শনিবার ১৯শে এপ্রিল, ২০২৫

কয়রায় মহারাজপুর ইউনিয়নে এমএইচভি’র কমিটি গঠন

✒ সুমাইয়া, (কয়রা) খুলনাঃ প্রকাশিত: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ৮:২০ অপরাহ্ণ

সুমাইয়া, (কয়রা) খুলনাঃ খুলনার কয়রা উপজেলায় মহারাজপুর ইউনিয়নে কমিউনিটি ক্লিনিকের মাল্টিপারপাস হেলফ ভলেন্টিয়ারদের (এমএইচভি) ইউনিয়ন পর্যায়ে ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কয়রা উপজেলা কমিউনিটি ক্লিনিকের মাল্টিপারপাস হেলফ ভলেন্টিয়ারদের (এমএইচভি) সভাপতি মো.মাসুম বিল্লাহ এর নেতৃত্বে শনিবার দেয়াড়া জাকারিয়া শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও কমিটি গঠন সম্পন্ন হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন কয়রা উপজেলার কমিউনিটি ক্লিনিকের মাল্টিপারপাস হেলফ ভলেন্টিয়ারদের (এমএইচভি) সহ-সভাপতি মো. আবু বকর সিদ্দিক,সা.সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম সহ আরো অনেকে। এসময় কমিউনিটি ক্লিনিকের মাল্টিপারপাস হেলফ ভলেন্টিয়ারদের (এমএইচভি) মহারাজপুর শাখার সভাপতি নির্বাচিত হয় মো. আরাফাত হোসেন, সহ-সভাপতি নুসরাত জাহান, সাধারণ সম্পাদক আহসান কবির, সাংগঠনিক সম্পাদক জাহানারা খাতুন, প্রচার সম্পাদক লিপিকা মন্ডল, যুগ্ম সাধারশ সম্পাদক মমতাজ, দপ্তর সম্পাদক ফাইমা খাতুন।