ঢাকা বুধবার ৯ই জুলাই, ২০২৫

ঢাকা বুধবার ৯ই জুলাই, ২০২৫

জয়পুরহাটে যুবকদের মাদক থেকে ফিরিয়ে আনতে সম্মেলন

✒ মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাটঃ প্রকাশিত: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ৬:০০ অপরাহ্ণ

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাটঃ মাদকের পথে ধাবিত হওয়া যুবকদের ফিরিয়ে আনতে জয়পুরহাটের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ” ভেটি একতা যুব সংঘ ” গত কয়েক বছর ধরে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় সংগঠনকে আরো গতিশীল করতে শুক্রবার ( ১৩ সেপ্টেম্বর ) বিকেল ৫ টায় সদর উপজেলার ভেটি এলাকায় সংগঠনের স্থায়ী কার্যালয় চত্বরে এক আলোচনা সভা ও ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শাহজাহান আলী মন্ডলের সভাপতিত্বে সম্মেলনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল বাইন, বিশেষ অতিথি বক্তব্য রাখেন, জয়পুরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের সরকারি পরিচালক এ কে এম রওশন আলম, জয়পুরহাট শহর বিএনপি যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান ও সংগঠনের সভাপতি আবু রায়হান সহ অন্যান্য বিশিষ্টজনরা।সংগঠনটি মাদক,বাল্যবিবাহ, সন্ত্রাস মুক্ত, চিকিৎসা সেবা, বন্যার্তদের সহযোগিতা সহ নানা সামাজিক জনহিতকর কাজ করে আসছেন।অনুষ্ঠানে আগামী তিন বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়।