ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

আবু সাঈদ হত্যা মামলায় দুই পুলিশ সদস্য রিমান্ডে

✒ দৈনিক কলম যোদ্ধাঃ প্রকাশিত: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৪৮ অপরাহ্ণ

শিল্পী আক্তার রংপুরঃ কোটা সংস্কার আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় অভিযুক্ত ২ পুলিশ সদস্যর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে রংপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এ ওই দুই পুলিশ সদস্যকে নেওয়া হয়। সেখানে পিবিআই পুশিলের পক্ষ থেকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হলে বিচারক আসাদুজ্জামান শুনানি শেষে চার দিন মঞ্জুর করেন। দুই পুলিশ সদস্য হলেন- তাজহাট মেট্রোপলিটন থানার সহকারী উপপরিদর্শক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।