ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
শুভ সাহা,বিশেষ সংবাদদাতা:
ঐতিহ্যবাহী টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার দক্ষিণ বেতডোবার ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক কর্মিসভার আয়োজন করা হয়।
গত (২ই সেপ্টেম্বর)
রোজ:সোমবার,বিকাল ৪ঘটিকায় শাজাহান সিরাজ পার্ক/বিনোদন কেন্দ্রে এ সভাটি অনুষ্ঠিত হয়।
এ সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল আজিজ এবং পরিচালনা করেন খলিলুর রহমান।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া। এছাড়াও বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম সিদ্দিকী,পৌর বিএনপির সহ-সভাপতি হারুন অর রশিদ,সাধারন সম্পাদক সৈয়দ ওয়াদুদ তৌহিদ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন,
শ্রম বিষয়ক সম্পাদক আব্দুস ছালাম, প্রবাসী কল্যাণ সম্পাদক ইদ্রিস আলী, উপজেলা ছাত্র বিষয়ক সম্পাদক লুৎফর রহমান লেলিন,উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বকুল মিয়া, কালিহাতী পৌর যুবদলের আহ্বায়ক জনি রহমান, পৌর বিএনপির সহ-সভাপতি শাহানুর রহমান শাহীন,উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি এবং ৩নং ওয়ার্ডের সম্পাদক ছানোয়ার হোসেন, সাবেক ছাত্রনেতা শহিদুল ইসলাম খোকন প্রমুখ।
ওই কর্মিসভায় বক্তারা দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং আসন্ন রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় দলকে আরও সুসংগঠিত করার ওপর জোর দেন বলে তথ্য সুনিশ্চিত করা হয়েছে।
আপনার মতামত লিখুন :