ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ফুলবাড়ীতে দুই দিন ব্যাপী‘জেন্ডার সংবেদনশীল জনসেবা ও সামাজিক নিরীক্ষা’ বিষয়ে প্রশিক্ষণ’

আলমগীর হোসেন আসিফ ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ প্রকাশিত: সোমবার, ৯ অক্টোবর, ২০২৩, ১২:০৭ পূর্বাহ্ণ

৭ ও ৮ অক্টোবর কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ডাক বাংলোতে তৃণমূল পর্যায়ে সিবিও/সিএসও/ লোককেন্দ্র এর সদস্যদের বিশেষ করে নারী ও ইয়ুথ-দের নিয়ে একশনএইড এর আর্থিক সহযোগিতায় সোসাইটি ফর পার্টিসিপেটরী এডুকেশন এন্ড ডেভেলপমেন্ট (এসপিইডি) কর্তৃক ৭ও ৮ অক্টোবর ২ দিন ব্যাপী ‘জেন্ডার সংবেদনশীল জনসেবা ও সামাজিক নিরীক্ষা’ প্রশিক্ষণ করানো হয়।

প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল তৃণমূল পর্যায়ের সিবিও/সিএসও/ লোককেন্দ্র এর মাধ্যমে বিশেষ করে নারী ও ইয়ুথদেরকে ‘জাতীয় বাজেট ও কর সুশাসন’ বিষয়ে দক্ষ করে তোলা যাতে করে তারা সুশাসন ও সেবাদানকারী প্রতিষ্ঠানের সেবার মান বৃদ্ধি, প্রাপ্তিতে জবাবদিহিতার পরিবেশ তৈরি হয়।

প্রশিক্ষণে সহায়ক হিসেবে ছিলেন জনাব মোঃ ফজলুর রহমান, প্রতিনিধি এসপিইডি। প্রশিক্ষণ বাস্তবায়নে সার্বিকভাবে কারিগরি সহায়তা প্রদান করে উদয়াঙ্কুর সেবা সংস্থা(ইউএসএস) ফুলবাড়ী শাখা, কুড়িগ্রাম।