ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

পীরগাছায় প্রবাসী ছেলের ভরণপোষন না দেওয়া এবং ঋণের বোঝা সইতে না পেরে বৃদ্ধার আত্মহত্যা

পীরগাছা (রংপুর) প্রতিনিধি: প্রকাশিত: সোমবার, ৯ অক্টোবর, ২০২৩, ১২:০১ পূর্বাহ্ণ

রংপুরের পীরগাছায় স্ত্রীর সাথে ঝগড়া, প্রবাসী দুই ছেলে কর্তৃক ভরণপোষন না দেওয়া এবং ঋণের বোঝা সইতে না পেরে এবার বিয়াই বাড়িতে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক বৃদ্ধ। মোজাম্মেল হক (৫৫) নামে ওই বৃদ্ধের মরদেহ গতকাল রোববার সকালে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের বীর নারায়ন (আসামীপাড়া) গ্রামের বিয়াই আব্দুল আউয়াল মিয়ার বাড়ির পিছন থেকে উদ্ধার করে পুলিশ। মোজাম্মেল হক পাশ^বর্তী গোপাল (ব্যাকাটারী) গ্রামের মৃত আহমদ উল্লাহর ছেলে।
থানা পুলিশ জানায়, নিহত মোজাম্মেল হক তিন ছেলে ও এক মেয়ের জনক। তার বড় দুই ছেলে বিদেশে থাকেন। একমাত্র মেয়ে ঢাকায় থাকতো। ছেলেদের বিদেশ পাঠাতে মোজাম্মেল হক ঋণগ্রস্থ হয়ে পড়েন। একদিকে ঋণের চিন্তা, অন্য দিকে স্ত্রী আমেনা বেগম ও প্রবাসী ছেলের স্ত্রীদের সাথে তার মনোমালিন্য চলছিল। এ নিয়ে সে বিকারগ্রস্থ হয়ে পড়ে এবং ঋণের চাঁপে মাঝে মাঝে সে আত্মগোপন করতো। গতকাল রোববার সকালে তার মেজ ছেলে মামুনুর রশিদের শ^শুড় আব্দুল আউয়াল মিয়ার বাড়ির পিছনে একটি গাছে ঝুলন্ত অবস্থায় মোজাম্মেল হকের মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। পরে থানা পুলিশ খবর পেয়ে মোজাম্মেল হকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহতের স্ত্রী আমেনা বেগম বলেন, তিন দিন থেকে মোজাম্মল হক নিখোঁজ ছিল। তাকে বিভিন্ন স্থানে খুজেও পাওয়া যায়নি। মাঝে মাঝে সে এ রকম করতো বলে থানায় জিডি করা হয়নি। আজ তার মরদেহ পাওয়ার খবর পাই। তবে ঋণের চাঁপে মোজাম্মেল হক আত্মহত্যা করতে পারেন বলে জানান স্থানীয় লোকজন।
এ বিষয়ে জানতে চাইলে পীরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) আসিনুর রহমান বলেন, পারিবারিক মনোমালিন্য ও মাথায় সমস্যা থাকার বিষয়টি জানতে পেরেছি। মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।