সুমাইয়া আক্তার:
কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের খোর্দ্দভালুকা গ্রাম(ডাকুয়া নদীর পশ্চিম পাড়) এর মোঃ আমিনুর(মন্টু) এর ভাতিজা, এবং আফসার বিশ্বাসের মেজ ছেলে তরুন সমাজ সেবক মোঃ সেলিম বিশ্বাস। তিনি দীর্ঘদিন যাবত লিবিয়া বসবাস করছেন। বর্তমানে তিনি বাংলাদেশে থেকে ব্যাবসা বানিজ্য করেন, এবং অত্র এলাকার তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদেরকে সাথে নিয়ে বিভিন্ন সেবা করে যাচ্ছেন। তিনি ওই এলাকার কবরস্থান এর কাজ চলমান রেখেছেন কাজ শেষের দিকে, এই কবরস্থান খোর্দ্দভালুকা -জাদবপুর গ্রামের উপকারে আসবে, এছারাও গরীব দুঃখিদের সাহায্য-সহযোগিতা করেন, গ্রামের অসহায় গরীব দুখী,অসুস্থ মানুষের যেন আস্থার প্রতিক সেলিম বিশ্বাস । মানুষের পাশে থেকে কাজ করে যেতে চান। ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ মন্দিরে আর্থিক ভাবে সহযোগীতাও করে থাকেন। পরিশ্রমী, নিষ্ঠাবান ও পারিবারিক সাপোর্ট এর কারনে তিনি এখন উন্নতির শীর্ষে অবস্থান করেছেন। সেলিম বিশ্বাস দুই সন্তানের জনক। তিনি বিভিন্ন মাদ্রাসা ও মসজিদে আর্থিক সহযোগিতা করে ব্যাপক সাড়া পেয়েছেন। তার এই সুনামের কারনে খোর্দ্দভালুকার ঐতিহ্য সন্তান হিসেবে এলাকার প্রভাব ও সম্মানের সাথে চলাফেরা করেন। তার সম্মুখে জিজ্ঞেসাবাদে তিনি বলেন দান, যাকাত ডান হাতদিয়ে দিলে বাম হাত জানবেনা। আমিও ঠিক তেমনি অতি গোপনে আমার এলাকার অসহায় গরীব মানুষকে যতটুকু সম্ভব সাহায্য সহযোগিতা করে যাচ্ছি। আমি দেশে থেকে অসহায় গরীব মানুষদের পাশে থেকে বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই। আপনারা দোয়া করবেন আমি যেন মানুষের পাশে সর্বদা সেবায় নিয়োজিত থাকতে পারি।
আপনার মতামত লিখুন :