ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী ১ই সেপ্টেম্বর, ২০২৪ইং রোজঃরবিবার,নিশ্চিন্তপুর মুহাম্মাদিয়া পাক দরবার শরীফের উদ্যোগে

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪, ৩:১৭ অপরাহ্ণ

মোঃ উজ্জল সরকার গাইবান্ধা জেলা প্রতিনিধি: প্রতিষ্ঠা বার্ষিকী ও শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যাহারা তদবির,আধ্যাত্মিকতা,ইলমে তাসাউফের জ্ঞান, তরিকত শিক্ষা, অজিফা আমল, গুরুত্বপূর্ণদোয়া,আমল,তাবিজ,তদবির, সাধনা শিক্ষা নিতে ইচ্ছুক তাহারা উক্ত সম্মেলনে যোগদান করুন । দ্রষ্টব্যঃযারা এখনো শিষ্য ফরম পূরণ করেননি বা শির্শত্ব নেননি তারা ভোটার আইডি কার্ড বা জন্মনিবন্ধন এর ফটকপি ও এক কপি ছবি,তজবি, জায়নামাজ, সাদা কাপড় সঙ্গে করে নিয়ে আসবেন। সালাম আন্তেঃ শায়খঃ জুলফিকার রহমান বিপ্লব মুহাম্মাদী(ওস্তাদ মুহাম্মাদী) নিশ্চিন্তিপুর মুহাম্মদিয়া পাক দরবার শরীফ। পলাশবাড়ী, গাইবান্ধা। বাংলাদেশের যেকোন প্রান্ত হতে রংপুর অথবা গাইবান্ধার গাড়িতে উঠে পলাশবাড়ীতে নামতে হয়। পলাশবাড়ী হইতে উত্তর তেলের পাম্পের পূর্ব পাশে, নিশ্চিন্তপুর। মোবাঃ০১৯৯১৯৬৬৮২৪/০১৭৩৭৬৫৭৩২৯.(কল রিসিভ না হলে মেসেজ করবেন)।