ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

খুলনার সাবেক এমপি’র পিএস সাতক্ষীরায় বিজিবির হাতে আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, ৯:৫৯ অপরাহ্ণ

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ ভারতে পলিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে খুলনার সাবেক এমপি সালাম মুর্শিদীর পিএস চঞ্চল কুমার মিত্রকে আটক করেছে বিজিবি। সোমবার(২৬আগষ্ট) বিকাল সাড়ে ৩টার দিকে তাকে আটক করা হয়েছে। চঞ্চল কুমার মিত্র খুলনার রুপসা উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও রুপসা থানার তিলক গ্রামের সাধন কুমার মিত্রের ছেলে। বিজিবি সূত্রে জানা যায়, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ভোমরা আইসিপি দিয়ে ভারতে গমনের প্রাক্কালে চঞ্চল কুমার মিত্রকে বিজিবি আটক করে। উল্লেখ্য যে, সাবেক ফুটবলার ও সংসদ সদস্য সালাম মুর্শিদীর বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর অর্থ আত্মসাৎ এর মামলা/ অনুসন্ধান চলমান। একই এলাকার বাসিন্দা এবং একান্ত সহকারী হিসেবে চঞ্চল কুমার মিত্র সালাম মুর্শিদীর অপকর্মের সহযোগী হিসেবে পরিচিত। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক বলেন, ‘প্রাথমিক অনুসন্ধানে জানা যায় এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মারামারি ঘটনায় আটক চঞ্চল কুমার মিত্রের বিরুদ্ধে খুলনার রূপসা থানায় একটি মামলা রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’