ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫
এস এম আলমগীর চাঁদ ( বিশেষ প্রতিনিধি ): দীর্ঘ সাত বছর আগে হারিয়ে যাওয়া ছেলে আব্দুর রহমান কে আজও খুজে ফিরছেন মা হাজেরা বেগম। তিনি আজও পথচেযে আছেন সাত বছর আগে হারিয়ে যাওয়া ছেলের জন্য । সুজানগর উপজেলার অন্তর্গত আমিনপুর থানাধীন আহাম্মদ পুর গ্রামের মরহুম আব্বাস খাঁ এবং মা ঘটোক হাজরা বেগমের ছোটো ছেলে আব্দুর রহমান খাঁ। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘ ৭ বছর আগে বাড়ী থেকে রাগ করে চলে যায় সে।তারপর থেকে অনেক খোঁজা-খুঁজির পরেও কোনো সন্ধান মেলেনি তার। হারিয়ে যাওয়ার সময় তার বয়স ছিলো ৩০ বছর (আনুমানিক ) ।আব্দুর রহমানের গায়ের রং ফর্সা, উচ্চতা ৫ফিট ৫,চুলের রং কালো।মাতা হাজরা বেগম তার হারিয়ে যাওয়া সন্তানকে ফিরিয়ে দেওয়ার আকুল আবেদন জানিয়েছেন সকলের প্রতি । সন্ধান দাতাকে নিন্ম ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে । যোগাযোগের ঠিকানা : মাতা:হাজরা বেগম। গ্রাম: আহাম্মদপুর । থানা:আমিনপুর । উপজেলা : সুজানগর জেলা : পাবনা । মোবাইল নম্বর :০১৭৭১৬৬৯৪৯৭
আপনার মতামত লিখুন :