ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

রূপগঞ্জে সরকারি মুড়াপাড়া কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি: প্রকাশিত: রবিবার, ৮ অক্টোবর, ২০২৩, ৩:৫১ অপরাহ্ণ

রূপগঞ্জে সরকারি মুড়াপাড়া কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকারি মুড়াপাড়া কলেজ কর্তৃক আয়োজিত ২০২৩-২৪ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয়েছে।আজ রবিবার ৮ অক্টোবর সরকারি মুড়াপাড়া কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক মাননীয় মন্ত্রী, বস্ত্র ও পাট মন্ত্রনালয়।প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষার যত উন্নয়ন হয়েছে এ সরকারের সময় হয়েছে। এ অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন মুড়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব তোফায়েল আহমেদ আলমাছ,রূপগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ মোমেন, কলেজের সাবেক ভিপি মনির হোসেন, সরকারি মুড়াপাড়া কলেজের সহকারি অধ্যক্ষ আবু জাফর মোহাম্মদ সালেহ,রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ ফরিদ ভূইয়া মাসুম,সাইফুল ইসলাম তুহিন প্রমূখ।অনুষ্ঠানের শেষে প্রত্যেক শিক্ষার্থীকে ফুল দিয়ে বরন করা হয়।