ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ডিমলায় বিএনপি’র অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪, ৪:৫৫ অপরাহ্ণ

মোঃ আমিনুর রহমান দুলাল: ডিমলা কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ছাত্র-জনতার উপর গণহত্যা চালিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন নীলফামারীর ডিমলা উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ মো: মনোয়ার হোসেন। সারা দেশের ন্যায় ও কেন্দ্রীয় নির্দেশনায় ডিমলা উপজেলা বিএনপির আয়োজনে কর্মসূচি পালন করাহয়। বাংলাদেশে ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যা,গুম,খুন,হত্যা ও সৈরাচারী শেখ হাসিনা সহ তার দোসরদের আইনের আওতায় এনে বিচারের দাবিতে স্থানীয় বিএনপিসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী এ বিক্ষোভ কর্মসূচী পালন করেন। বৃহস্পতিবার (১৫ আগষ্ট) সকালে উপজেলা বিএনপির আয়োজনে ডিমলা বিএনপি পার্টি অফিস থেকে একটি গণমিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি সেক্রেটারি বদিরুজ্জামান রানা, সহ-সভাপতি আরিফুল ইসলাম লিটন,সাংগঠনিক রাব্বানী প্রধান,যুব-দলের আহবায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব আশিকুজ্জামান লেমন,আইয়ুব আলী,সেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান সবুজ,সদস্য সচিব আলমগীর কবীর প্রিন্স প্রমুখ। সভাপতিির বক্তব্যে নেতাকর্মীদের ধৈর্য ধারণ করতে বলেছেন, বিক্ষোভ মিছিলে ছাত্র দল, শ্রমিক দল, কৃষক দল,তাতী দল সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।