ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

সাতক্ষীরায় বিএনপির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১২ আগস্ট, ২০২৪, ৯:২১ পূর্বাহ্ণ

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে কোটা বৈষম্য বিরোধী ও সাতক্ষীরার বিভিন্ন রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে থেকে শৃঙ্খলা বজায় রত সকল শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

রোববার (১১ আগষ্ট) বেলা ১২ টার সময় সাতক্ষীরা খুলনা রোড মোড় থেকে শিক্ষার্থীদের মাঝে বিরানির প্যাকেট ও পানি বিতরণ করেন বিএনপির নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবুজাহিদ ডবলু, সাবেক সাধারণ সম্পাদক এইচআর মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর শফিকুল ইসলাম বাবু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন, শাহিনুর রহমান, শেখ রাজিবুল ইসলাম, সালাউদ্দিন লিটন, ছাত্র দল নেতা অর্ঘ, ছাত্রদল নেতা আলামিন হোসেন, সেচ্ছাসেবক নেতা ইসমাইল হোসেন নিরব, সাতক্ষীরা গ্রাম আদালত পরিচালনা কমিটির সদস্য আবু সাঈদ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার, মাহমুদ আলী প্রমূখ।