ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

পাঁচবিবির আটাপাড়া সড়কে এক নারীর মরদেহ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪, ৫:৫৮ অপরাহ্ণ

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাটঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়াতে সড়ক থেকে রুজি (৩৩) নামে এক নারীর মরদেহ উদ্ধার।

বৃহস্পতিবার ( ৮ আগস্ট) রাত আনুমানিক ৯টার দিকে সড়কে রক্তাত্ব অবস্থায় দেখতে পায় স্থানীয়রা।

নিহত রুজি (৩৩) দিনাজপুরের হাকিমপুর উপজেলার হাসপাতাল রোড়ের মঠপাড়া এলাকার তাহের মন্ডলের মেয়ে বলে স্থানীয়ভাবে জানা গেছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক রাত ৯টার দিকে এক নারী উপর হয়ে রাম্তার পাশে পড়ে ছিল। এসময় ওই নারীর মাথা থেকে রক্ত বের হয়। মৃত্যু কিভাবে হয়েছে তা কেউ দেখেনি। তাই প্রাথমিকভাবে ধারণা কোন যানবাহনের ধাক্কায় মৃত্যু হতে পারে। এরপর স্থানীয় লোকজন সড়কের পাশে কলাগাছ দিয়ে ঘিরে রাখেন। পুলিশ না থাকায় স্থানীয় চেয়ারম্যানের সহযোগিতায় গ্রাম পুলিশরা মরদেহ উদ্ধার করেছে।