ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

নবীগঞ্জে বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের পৌরসভার ০৬টি ওয়ার্ড কমিটি গঠন

স্বপন রবি দাশ,হবিগঞ্জ জেলা প্রতিনিধি: প্রকাশিত: শনিবার, ৭ অক্টোবর, ২০২৩, ১০:২৩ পূর্বাহ্ণ

নবীগঞ্জে বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের পৌরসভার ০৬টি ওয়ার্ড কমিটি গঠন
হবিগঞ্জের নবীগঞ্জ বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ পৌরসভার ৬টি ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় নবীগঞ্জ গোবিন্দ্র জিউড় আখড়া প্রাঙ্গনে পৌর আহ্বায়ক মদন মোহন শীল এর সভাপতিত্বে এবং সদস্য সচিব সাবেক কাউন্সিলর প্রানেশ চন্দ্র দেব এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন ৭নং করগাওঁ ইউপি চেয়ারম্যান ও পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা। বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গৌতম রায়,পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক নীল কন্ঠ দাশ নন্টি। এতে আরো বক্তব্য রাখেন, অরবিন্দু রায়, মিন্টু আচার্য্য, গৌতম পুরকায়স্থ, শীলা পদ দাশ, গুরুপদ দাশ ময়না, বাবলু দাশ, অমৃত রায়, রন তালুকদার, সুভাষ মালাকার, রানা দেব, জনি বনিক, বিশজিত দাশ, বাবুল দেব ও অনিক চক্রবর্তী প্রমূখ। উক্ত সভায় পৌরসভার ২, ৩, ৪, ৬, ৮ ও ৯ নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটির সকলের সহযোগিতায় দ্রুত সময়ের মধ্যে সম্মেলনের মাধ্যমে পৌর শাখার কমিটি গঠন করা হয়েছে।