ঢাকা সোমবার ৬ অক্টোবর, ২০২৫

ঢাকা সোমবার ৬ অক্টোবর, ২০২৫

গোলমুন্ডা ইকরা মডেল মাদ্রাসার বেহাল দশা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৬ জুন, ২০২৪, ৬:১৩ অপরাহ্ণ

মোঃ আল-আমিন ইসলাম বার্তা সম্পাদক: নীলফামারী জেলার জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে হলদিবাড়ি শিমুলতলা ইকরা মডেল মাদ্রাসার বেহাল দশা। এ যেন দেখার কেউ নেই ১ শত ৭ জন শিক্ষার্থী নিয়ে মানবতার জীবনযাপন পার করতেছেন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আইনুল হক। মাদ্রাসার প্রধান শিক্ষক অনেক জায়গায় লিখিত আকারে আবেদন করেও কোন প্রতিকার পাননি। মাদ্রাসার শিক্ষার্থীরা বলে যে আমরা এমন পরিবেশে শিক্ষা গ্রহণ করি যা বলার মত নয়। কিন্তু বড়লোকের বাচ্চারা আলিশান স্কুলে আলিশান কলেজে লেখাপড়া করে। আমরা শুধু এতোটুকুই চাই আমাদের জন্য কোন বিত্তবান লোক বা কোন সংস্থা এগিয়ে এসে আমাদের জন্য আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটি পাকা করন করে দিবেন। আমাদের এই টিনের বেড়া ঘর দিয়ে বর্ষাকালে পানিতে আমাদের গা ভিজে যায় আমরা ঠিকমতো লেখাপড়া করতে পারিনা। এবং এই মাদ্রাসার জমি সংকটময় আমরা খেলাধুলা করতে পারি না বাইরে চলাফেরা করতে পারিনা মাদ্রাসার নিজস্ব জমি না থাকায় এই দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের। ঐ মাদ্রাসার শিক্ষকরা বলেন এখানে বিত্তবান ব্যক্তিরা সহ সকলকেই এগিয়ে আসতে হবে। এবং এই মাদ্রাসাটির জন্য সকলকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। তাহলে এই গরিব মিসকিনদের বাচ্চাদের সুবিধা হবে লেখাপড়া করাতে।এবং ইসলামী আলোয় আলোকিত হবে তাদের জীবন ইকরা মডেল মাদ্রাসা হলদিবাড়ি শিমুলতলা গোলমুন্ডা জলঢাকা নীলফামারী, প্রধান শিক্ষক মাওলানা আইনুল হক।