ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
আজহারুল ইসলাম সাদী: জেলার গৌরবময় ইতিহাস-ঐতিহ্য, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত। শুক্রবার (৭ জুন) বিকালে দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার আয়োজনে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক তারেকুজ্জামান খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু। বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি শহীদুর রহমান, পল্টু বাসার, কিশোরী মোহন সরকার, সৌহার্দ সিরাজ, শুভ্র আহমেদ ও গুলশান আরা। আবৃত্তি করেন মনিরুজ্জামান ছট্টু। শুভেচ্ছা জানান জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টন। উপস্থিত ছিলেন এসএম শহীদুল ইসলাম, তসনীমুর রহমান ববি, আমিরুজ্জামান বাবু ও আলতাফ হোসেন বাবু। অনুষ্ঠান পরিচালনা করেন শেখ সিদ্দিকুর রহমান।
আপনার মতামত লিখুন :