ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

শাজাহানপুরে সুবিধাভোগীদের নিয়ে নির্বাচনী মতবিনিময় সভা

নাজিরুল ইসলাম, বগুড়া প্রতিনিধিঃ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩, ১১:০৪ অপরাহ্ণ

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়ন পর্যায়ে বতর্মান সরকারের সামাজিক সুরক্ষার আওতায় সুবিধাভোগী ব‍্যক্তিদের নিয়ে বগুড়ার শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়ন পরিষদ ‍কর্তৃক আয়োজিত সুবিধাভোগীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ অক্টোবর) বনভেটি উচ্চ বিদ‍্যালয় মাঠে এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মজনু।

সভায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলি) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী প্রার্থী জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহিদুল হক আরজু। এছাড়াও অন‍্যানের মধ্যে উপস্থিত ছিলেন আড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম, মাঝিড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নেছার উদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, আশেকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক, মাদলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদ হোসেন বাবু, আওয়ামী নেতা আব্দুল মতিন, রমজান আলী প্রমূখ।