ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

সড়ক দুর্ঘটনায় বিয়ের পিড়িতে বসা হলো না দুই ভাইয়ের

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪, ১:০৩ পূর্বাহ্ণ

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ বড় ভাইয়ের বিবাহের দিন তারিখ পাকাপাকি করে দুই ভাইয়ের বাড়ি ফেরা হলো না। সড়কে প্রাণ গেল দুই ভাইয়ের। এমন দুর্ঘটনাটি ঘটে সোমবার দুপুরে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানীর মাজরা নামক স্থানে। দুই ভাইয়ের বাড়ি ভাঙ্গা উপজেলায়।

বিষয়টি নিশ্চিত করেন আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম ম সিদ্দিক মিয়া।
নিহতরা হচ্ছেন-ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের নোয়াকান্দা গ্রামের নিজাম উদ্দিন মাতুব্বরের মালয়েশিয়া প্রবাসী বড় ছেলে মিথোন মাতুব্বর (২৭) ও কলেজ পড়ুয়া ছোট ছেলে অন্তর মাতব্বর(১৮)।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, বাবা নিজাম উদ্দিন মাতুব্বরের দুই ছেলে ও দুই মেয়ে। ১০থেকে ১২ বছর মালয়েশিয়া অবস্থান করার পর গত দেড় মাস ধরে বাড়ি এসেছেন মিথোন। বিবাহের সব মার্কেট বিদেশ থেকে করে নিয়ে এসেছেন। মিথোনের পরিবার তার জন্য পাত্রী পছন্দ করে রেখেছেন। ছেলের পছন্দ হলেই ওই পাত্রীর সঙ্গে বিবাহ ঠিক করবেন। মিথোন গতকাল রবিবার তার একমাত্র ছোট ভাই অন্তরকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে পাত্রী দেখতে যান বোনের স্বামীর বাড়ির এলাকা নড়াইলের লোহাগাড়ায়। পাত্রী পছন্দ হওয়ার পর দিন তারিখ পাকাপাকি করে আগামী শুক্রবার তাদের বিয়ে। বিবাহের সকল কথাবার্তা ঠিকঠাক, এ নিয়ে বোনের সঙ্গে আলোচনা করতে বোনের বাড়িতেই রাত যাপন করেন। নতুন হবু শ্বশুর বাড়ির লোকজন মিথোনের বাড়িতে কয়েকজন লোক বাড়ি ঘর দেখার জন্য আগামীকাল মঙ্গলবার যাওয়ার কথা ছিল। সেজন্য বোনের বাড়ি থেকে তাদের ব্যবহৃত সুজুকি মোটরসাইকেল (নম্বর ছাড়া) দুই ভাই একসঙ্গে বাড়ি ফিরছিলেন মোটরসাইকেল চালাচ্ছিলেন ছোট ভাই অন্তর। কাশিয়ানীর মাজরা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যবহৃত মোটরসাইকেলটি রেলিং এর সঙ্গে ধাক্কা খেয়ে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। প্রায় আধা ঘন্টা পর্যন্ত দুই ভাইয়ের নিথর দেহ রাস্তার দুই প্রান্তে পড়ে থাকতে দেখেন স্থানীয় এক মহিলা। গুংড়ানোর শব্দ পেয়ে ওই মহিলা চিৎকার দেন। পরের স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে প্রবাসী বড় ভাই (যার বিয়ে ঠিক) তিনি নিহত হন। ছোট ভাই অন্তর কে তারা উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
নিহতের চাচা সোহরাব মাতুব্বর জানান ছোট ভাই অন্তর যখন দুর্ঘটনার শিকার হন তখন তার হুঁশ ছিল। তার বোনকেও ফোনে জানিয়েছে দূর্ঘটনার কথা। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। দুই ভাইকে একই সঙ্গে জানাজা একই সঙ্গে পাশাপাশি দাফন করা হয়েছে।

দুই ভাইয়ের নিহতের ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া।
বৃদ্ধা বাবা নিজামুদ্দিনের আর্তনাদে আকাশ পাতাল ভারী হয়ে ওঠে। আমার ছেলের বিবাহের সবকিছু ঠিক, বিবাহের সবকিছু নিয়ে এসেছে। আমি এসব দিয়ে এখন কি করব?, আমার দুটি ছেলের একি হলো এমন বুক চাপড়াচ্ছেন আর মূর্ছা যাচ্ছেন বাবা নিজামুদ্দিন।
এলাকার মানুষ তাকে বুঝ দেয়ার মত কোন ভাষা খুঁজে পাচ্ছেন না।

রাতেই তাদের দুই ভাইয়ের একসঙ্গে জানাজা ও পাশাপাশি কবর দেওয়া হয়েছে।
এলাকাবাসীরা জানান ওদের দুই ভাইয়ের মত এত মিল তারা কোনদিন দেখেন নাই। এত ভালো মানুষ ছিল ওরা দুই ভাই এজন্যই কি আল্লাহ তাদের নিয়ে গেলেন এমন প্রশ্ন এলাকাবাসীর।

এ ঘটনায় ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খাইরুল আনাম বলেন, দুর্ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জের কাশিয়ানী থানার মাজরা এলাকায়। বড় ভাই ঘটনাস্থলে মারা যান, ছোট ভাই ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং এর সঙ্গে ধাক্কা খেয়ে এরা নিজেরাই দুর্ঘটনার শিকার হন। বড় ভাইয়ের লাশ ভাঙ্গা হাইওয়ে থানা থেকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিজেরা দুর্ঘটনার শিকারের মামলা হয়েছে।