আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীগণকে নিয়ে সাতক্ষীরায় জনগনের মুখোমুখি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) বিকাল ৪টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সুজনের আয়োজনে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সুভাস সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা। অনুষ্ঠানে প্রার্থীরা একে অপরের হাতে হাত রেখে সংহতি প্রকাশ করেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসুদর রহমান রঞ্জু, পবিত্র মোহন দাস। বক্তারা এ সময় প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীগণকে সাহসী যোদ্ধা বলে অভিহিত করে বলেন সুজন গণতন্ত্রের চর্চার মধ্য দিয়ে সুশাসন অর্জনের লক্ষ্যে কাজ করছে। বক্তারা আরও বলেন, আমাদের দেশে সর্বোচ্চ আইন সংবিধানে এদেশের জনগণকে এদেশের মালিক হিসাবে চিহ্নিত করা হয়েছে। জনগণ তাদের ভোট প্রদানের মধ্য দিয়ে যোগ্য জনকল্যাণে নিবেদিত প্রার্থীকে নির্বাচিত করবে, যার মাধ্যমে তাদের দায়িত্ব পালনের মধ্য দিয়ে মানুষের জীবন মানের উন্নয়ন ঘটবে। প্রার্থী এসএম শওকত হোসেন বলেন, আমি একজন আ.লীগের কর্মী। নির্বাচন করা দুরূহ কাজ। স্থানীয় সরকারের যে ব্যবস্থা তার প্রথম ধাপ হচ্ছে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌর পরিষদ ও জেলা পরিষদ। এই উপজেলা পরিষদের সাথে ১৪টি ইউনিয়ন, ১২৬জন পুরুষ ও ৪২জন নারী সদস্য সম্পৃক্ত। এখানে বরাদ্দের পরিমাণ খুবই সীমিত। এত সীমিত অর্থ দিয়ে জনগণের জন্য কোনো কিছু করা আদৌ সম্ভব না। প্রার্থী গোলাম মোরশেদ বলেন, আমরা যারা শহরে বাস করি, আমাদের একটি স্বাস্থ্য ব্যবস্থার নিশ্চয়তা থাকে। কিন্তু আমরা যারা গ্রামে বাস করি সেইখান থেকে একটা মানুষ যদি অসুস্থ হয় ব্রেনস্ট্রোকের রোগী হোক, হার্ট এ্যাটাকের রোগী হোক তাকে সাতক্ষীরা শহরমুখে আসতে আসতে তার অবস্থা খারাপ হয়ে যায়। তিনি আরও বলেন, আমাদের কমিউনিটি ক্লিনিকগুলোকে যদি মনিটরিং করে একটা ব্যবস্থাপনার মধ্যে আনা যেত তাহলে সুন্দর পরিবেশে মানুষের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা সেখানেই হতো। এছাড়া ও তিনি বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। প্রার্থী মো. মশিউর রহমান বাবু বলেন, আসুন সবাই মিলে কাজ করি। আমরা হারলেও যারা জয়ী হবে তাকে বুকে জড়িয়ে ধরে কাজ করতে হবে তাহলে সামনে এগিয়ে যাওয়া যাবে। আমরা সবাই জয় পরাজয় মেনে নিয়েই কাজ করব। প্রার্থী এড. তামিম হোসেন সোহাগ সকলকে আসস্ত করে বলেন, আমি সকলকে সাথে নিয়ে সুন্দর স্মার্ট উপজেলা গড়তে চাই। পাশাপাশি জলাবদ্ধতা নিরসন ও অসহায়, দুস্থ মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি। এসময় উপস্থিত ছিলেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, সুজন জেলা শাখার সহ-সভাপতি এড. শাহনাজ পারভিন মিলি, এড. এবিএম সেলিম, সাংবাদিক এসএম মহিদার রহমানসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সুজনের জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ হেদায়েতুল ইসলাম।
আপনার মতামত লিখুন :