ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫
খুলনার দাকোপের বাজুয়া থেকে সড়ক দুর্ঘটনায় ঝড়ে গেল আর একটা তাজা প্রাণ
খুলনার দাকোপের বাজুয়া থেকে সড়ক দুর্ঘটনায় ঝড়ে গেল আর একটা তাজা প্রাণ। বাজুয়া বাজারের কীটনাশক ব্যবসায়ী মোঃ ঈসা শেখের একমাত্র ছেলে মোঃ সবুজ শেখ মোটরসাইকেল চালিয়ে বোনকে নিয়ে খুলনায় যাওয়ার পথে মোটরসাইকেল এ্যাকসিডেন্ট করে মৃত্যু বরণ করে। জানা যায় সবুজ শেখ” (২০) গত ০২ রা অক্টোবর রোজ রবিবার সন্ধ্যায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পরিবার জানায় দুর্ঘটনার সাথে সাথে সবুজ ও মোটরসাইকেলে থাকা তার বোনকে খুলনা হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪ টায় মৃত্যু বরণ করেন। এখবর পাওয়ার সাথে সাথে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এলাকার সকল ব্যবসায়ী ও এলাকাবাসী তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।
আপনার মতামত লিখুন :