মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ফেরদৌসী ইসলাম এর সমর্থনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ফেরদৌসী ইসলাম। তিনি বলেন আমি ফেরদৌসী ইসলাম মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও শিবপুর উপজেলা মহিলা আওয়ামীলীগ এর সভাপতি ।আমার যোগ্যতা আছে বলে কমিটিতে রেখেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নিজ হাতে গড়া এই মহিলা সংগঠন। আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আদর্শ নিয়ে আমি যেন কাজ করতে পারি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারী নেতৃত্বকে পছন্দ করেন। সেজন্য আজকে উপস্থিত ভাই-বোনদের উদ্দেশ্যে বলছি, আপনারা শেষবারের মতো একবার আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করিবেন , আমি পাঁচ বৎসর আপনাদের সেবা করে যাব,বিগত দিনে অনেক চেয়ারম্যান দেখেছেন, আমার যোগ্যতা আপনারা দেখেন নাই, কারণ আমি চেয়ারম্যান নির্বাচিত হলে শিবপুর উপজেলার জনসাধারণের কল্যাণে কাজ করব। শিবপুর জনগণকে সাথে নিয়ে কাজ করব, আমি একজন মহিলা , মাননীয় প্রধানমন্ত্রী ও একজন মহিলা , আজকে এখানে আপনারা যারা উপস্থিত আছেন , আপনাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলব আমি শিবপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলে বয়স্ক ভাতা ,বিধবা ভাতা ,পরিত্যক্ত ভাতা, সকল ভাতা আমি আপনাদের মাঝে বিলিয়ে দিব। উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হলে চেয়ারম্যান হিসেবে আমিও ভাতা ও সম্মানী পাব সে সম্মানী আমি আপনাদের মাধ্যমে জনসাধারণের মাঝে বিলিয়ে দিব। আমার কোন চাওয়ার পাওয়া নেই আমরা নিতে আসিনি দিতে এসেছি। আমাকে একবার ভোট দিয়ে দেখেন আমি কেমন চালাই । ২০১৪ সালে আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা এমপি ছিলেন ,১৮ সালে তিনি এমপি ছিলেন না তখনও তিনি আপনাদের পাশে ছিলেন ,সেজন্যই আপনারা উনাকে আপনাদের হৃদয়ের স্থান নিয়েছেন । আমিও চেয়ারম্যান নির্বাচিত হলে আপনাদের হৃদয়ে স্থান করে নিব ইনশাআল্লাহ। আমি চাই ভোটে নির্বাচিত হতে। আপনাদের ভোটে আমি পাশ করিব ,আমি সিল মেরে চেয়ারম্যান নির্বাচিত হতে চাই না। আমি জীবনে হয়তো আর সুযোগ পাবো না ,আমাকে শেষবারের মতো একবার ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেন, আমি অবশ্যই আপনাদেরকে পাঁচ বৎসর সেবা করে যাব । সেবার মাধ্যমে আপনাদের মন জয় করিব এবং আপনাদের হৃদয়ে আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লার মত স্থান করে নিব ইনশাল্লাহ। আমি চাই শিবপুর উপজেলা সন্ত্রাস মুক্ত সমাজ, আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা এমপির বাবা ছিলেন মাছিমপুর ইউনিয়ন আওয়ামী লীগ এর সহ-সভাপতি, আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লার পরিবারের সকলেই ৫০ বছর যাবত আওয়ামী লীগ করে আসছেন ,উনাকে শিবপুরের মানুষ অনেক ভালোবাসে। শিবপুর উপজেলা আওয়ামীলীগ এর সহ-সভাপতি, জেলা আওয়ামী লীগ এর সদস্য আব্দুল হাই মাস্টার এর সভাপতিত্বে বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন। নরসিংদী জেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ ফজলুর রহমান, নরসিংদী জেলা দুর্নীতি দমন কমিশন এর সাবেক কার্যকরী সদস্য মাসুদ মাহমুদ,জেলা যুবলীগ সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী , সহ-সভাপতি আলহাজ্ব মোঃ সামসুল ইসলাম মোল্লা, জেলা আওয়ামী লীগ এর শ্রম বিষয়ক সম্পাদক শহিদুল আলম সরকার, শিবপুর উপজেলা আওয়ামী যুবলীগ এর সভাপতি আলহাজ্ব তাইজুল ইসলাম মোল্লা সাধারণ সম্পাদক শেখ কামাল, বীর মুক্তিযোদ্ধা নাসিম আহমেদ হিরন, শিবপুর পৌর আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ফারুক খান, শিবপুর পৌর আওয়ামীলীগ এর সাবেক সদস্য সচিব মোশারফ হোসেন ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :