ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

গণমাধ্যম দিবস

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৩ মে, ২০২৪, ৫:৫৪ অপরাহ্ণ

শাহজালাল সুজন
তারিখ- ০৩/০৫/২০২৪

উনিশ শত একানব্বই
ইউনেস্কোর ওই অধিবেশন,
তিরানব্বই সালে গঠন
জাতিসংঘে হলো সেশন।

মে মাসেরই তিন তারিখে
গণমাধ্যম দিবস পালন,
বিশ্বজুড়ে ন্যায়ের পক্ষে
সংবাদ কর্মী করে লালন।

সাংবাদিক হয় সমাজ দর্পণ
অন্যায় কর্ম তুলে ধরে,
ন্যায়ের পক্ষে আমরণ তাই
কলম দিয়ে যুদ্ধে লড়ে।

কবি লেখক সুশীল সমাজ
একই সুতায় গাঁথা থাকে,
দেশের চিত্র তুলে ধরে
চলে সদাই জীবন বাঁকে।

গ্রহের জন্য গণমাধ্যম
প্রতিপাদ্যের বিষয় ঘেরা,
নীতির ক্ষয়ে ভাটায় পড়ে
অনিয়মের বিশাল ডেরা।

সাংবাদিকের সঠিক মূল্য
পায় না তাঁরা সোনার দেশে,
অকাতরে লড়াকু বীর
চাঁপা দুঃখে থাকে হেসে।