ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

বগুড়ার শিবগঞ্জের বেড়াবালা সঃ প্রাথঃ বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মোঃ জহুরুল ইসলাম সৈকত,বগুড়া জেলা প্রতিনিধিঃ প্রকাশিত: মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩, ৬:২৬ অপরাহ্ণ

বগুড়ার শিবগঞ্জের বেড়াবালা সঃ প্রাথঃ বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুর ১২টায় বগুড়ার শিবগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের ৮৯নং বেড়াবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এস এম সির সভাপতি আবু বক্কর সিদ্দিক ও শিক্ষকদের আয়োজনে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শতভাগ শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করার লক্ষে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।মা ও অভিভাবক সমাবেশ এ অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুলজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার এস এম সারওয়ার জাহান তিনি বলেন, সন্তানের নৈতিক চরিত্র গঠন ও আনুষ্ঠানিক শিক্ষায় অভিভাবক হিসেবে মায়ের গুরুত্ব সবচেয়ে বেশি। গুরুত্ব দিয়ে শিক্ষার মান তৈরি করা গেলে আরো বাস্তবমুখী ও গুণগত মানের হয়ে উঠবে এতে সন্দেহ নেই। সন্তানের সুন্দর ভবিষ্যৎ গঠনে মায়ের ভূমিকাই অপরিসীম। প্রাথমিক শিক্ষা হচ্ছে একটি শিশুর সুদীর্ঘ পথ-পরিক্রমার প্রারম্ভিক ধাপ। মায়ের হাত ধরে হাঁটি হাঁটি পায়ে যখন একটি শিশু প্রথমবারের মতো বিদ্যালয়ের আঙ্গিনায় পা রাখে, তখন শুরু হয় তার নতুন পথচলা। আর এই নতুন পথচলাকে আরো মসৃণ করতে একজন মায়ের সচেতনতাই সর্বাধিক গুরুত্বপূর্ণ।উপস্থিত মা ও অভিভাবকদের উদ্যেশে ব্যবস্থাপনা কমিটির সদস্যরা বলেন, আপনার সন্তানদের নিয়মিত স্কুলে পাঠাবেন। ছেলে-মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করবেন। তাহলেই আপনাদের স্বপ্ন একদিন পূরণ হবে।শিক্ষার পাশাপাশি তাদের প্রতি যত্নশীল ও মাদকের প্রতি আসক্ত না হয় সেই দিকে খিয়াল রাখতে হবে। একজন সচেতন অভিভাবকই পারেন বাল্যবিবাহ প্রতিরোধ করতে। পরিবারের অভাবের জন্য মেয়েদের অল্প বয়সে বিয়ে দিয়ে সন্তানের ক্ষতি করবেন না। আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ।উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সহকারী উপজেলা শিক্ষা অফিসার,মোঃবেল্লাল হোসেন, এমদাদুল হক মণ্ডল, কৃষ্ণা তরফদার,পরিতোষ চন্দ্র সরকার, রুসাইদা নাছরিন, মেহদী হাসান মিলন ২নং ওয়ার্ড আওয়ামী,লীগের সভাপতি জাহিদুল ইসলাম, সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, মশিউর রহমান, আমিনুল ইসলাম, আব্দুল আজিজ মন্ডল, ফজলুল বারী, আব্দুস সাত্তার, নিপা রানী প্রমুখ।অভিভাবক সমাবেশ শেষে শ্রেষ্ঠ অভিভাবকদের পুরস্কার ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দুপুরের খাবার তুলে দেওয়া হয়।অনুষ্ঠানটি পরিচালনা করেন মেসার্স বকুল ফাইবার এন্ড ভার্মি কম্পোস্ট প্লান্ট এর স্বত্বাধিকারী মোঃ বকুল মিয়া।