ঢাকা বুধবার ৮ অক্টোবর, ২০২৫

ঢাকা বুধবার ৮ অক্টোবর, ২০২৫

গাইবান্ধায় আশ্রয় প্রকল্পের বসবাসকারীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৭ এপ্রিল, ২০২৪, ৭:৫২ অপরাহ্ণ

মোস্তাকিম রহমান, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ আসন্ন পবিত্র

ঈদুল ফিতরকে সামনে রেখে গাইবান্ধা সদর উপজেলায় আশ্রয়ন প্রকল্পের বসবাসকারি ২৫০টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে।

রবিবার (০৭ এপ্রিল) গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণ হরিণসিংহা আশ্রয় প্রকল্পের ২৫০টি পরিবারের মাঝে এসব ঈদ সামগ্রী উপহার বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ সামগ্রী উপহার বিতরণ করেন :গাইবান্ধা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আঃলীগ সভাপতি মোঃ আবু বকর সিদ্দিক।

প্রধান অতিথি হিসেবে বিতরণকালে বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার দেশের কোন মানুষ ভুমিহীন এবং গৃহহীন থাকবে না। তাদের আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে পুনর্বাসন করা হচ্ছে। দেশের কোন মানুষকে না খেয়ে রাখা হবে না বলে তিনি তার বক্তব্যে বলেন।

বিতরণকালে এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুর রউফ তালুকদার, জেলা পরিষদ সদস্য শহিদুল ইসলাম, আরিফা বেগম, সহকারী প্রকৌশলী মোঃ সিদ্দিকুর রহমান, জেলা আঃলীগ সদস্য আশরাফ জাহান সিদ্দিকীসহ জেলা পরিষদের কর্মকর্তাসহ
বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট পত্রিকার গণমাধ্যমকর্মীরা এসময় উপস্থিত ছিলেন প্রমুখ।

গাইবান্ধা
জেলা পরিষদের পক্ষ থেকে এদিন আশ্রয় প্রকল্পের বসবাসকারী ১ হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হবে।

ঈদ উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, মুড়ি, গুড়া দুধ, সেমাই দেওয়া হয়।

এছাড়াও পরবর্তীতে পর্যাক্রমে জেলার বিভিন্ন এলাকার অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হবে।