ঢাকা সোমবার ৬ অক্টোবর, ২০২৫

ঢাকা সোমবার ৬ অক্টোবর, ২০২৫

শিবপুরে আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা এম পির যাকাতের কাপড় বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪, ৯:১২ অপরাহ্ণ

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ  অদ্য ৬/৪/২৪ ইং শনিবার দুপুরে নরসিংদী জেলা ,শিবপুর উপজেলা, দুলালপুর ইউনিয়ন পরিষদ মাঠে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা এমপি সমাজ সেবা ফাউন্ডেশন এর উদ্যোগে শিবপুর উপজেলা দুলালপুর ইউনিয়ন এর হতদরিদ্র জনসাধারণ এর মাঝে যাকাতের কাপড় বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী তিন শিবপুর থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা এমপি। তিনি বলেন আমি যখন ২০১৮ সালে এমপি ছিলাম না, তখনও আমি আপনাদের পাশে ছিলাম বর্তমানে আছি ,বিগত জানুয়ারি মাসে ৭ তারিখ আপনারা আমাকে ভোট দিয়ে এমপি বানিয়েছেন আমি এমপি হয়েছি, আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাইতে এসেছি, আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই যে আগামী মে মাসে ২৯ তারিখ শিবপুর উপজেলা পরিষদ নির্বাচন হবে ,সেই উপজেলা পরিষদ নির্বাচনে আমার সহধর্মিনী ফেরদৌসী ইসলাম শিবপুর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী হবে , আপনারা সবাই তার কাছে যাইতে পারবেন, আপনারা আপনাদের মনের কথা উন্নয়নের কথা সরাসরি বলতে পারবেন । শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ,উপজেলা উন্নয়নের সভাপতি থাকেন। ফেরদৌসী ইসলাম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড করিতে পারিবেন এবং কাজ করিতে সহজ হবে। সেজন্য আপনারা আগামী মে মাসের ২৯ তারিখ ২০২৪ ইং আপনারা ফেরদৌসী ইসলামকে ভোট দিয়ে জয়যুক্ত করিবেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী ও শিবপুর উপজেলা মহিলা আওয়ামীলীগ এর সভাপতি ফেরদৌসী ইসলাম। তিনি বলেন আমি শিবপুর উপজেলা চেয়ারম্যান হিসেবে প্রার্থী ,বিগত ৭ই জানুয়ারি আপনারা যে ভাবে আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা কে , ভোট দিয়ে এমপি বানিয়েছেন আমাকেও সেই ভাবে ভোট দিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করিবেন । আমি শিবপুর উপজেলা জনগণের ব্যাপক উন্নয়নমূলক কাজ করিতে পারিব , সে জন্য আমি শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী হয়েছি ,যাতে শিবপুরের উন্নয়নমূলক কাজ গুলো এমপি সাহেবের পাশে থেকে সকল উন্নয়ন মূলক কাজ করিতে পারি। উক্ত যাকাতের কাপড় বিতরণ অনুষ্ঠানে দুলালপুর ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি মুজিবুর রহমান এর সভাপতিত্ত্বে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা আওয়ামীলীগ এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।