ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

সাঘাটায় নিখোঁজ মাদ্রাসার ছাত্রের সন্ধান চাই পরিবার

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪, ৯:১৫ অপরাহ্ণ

মোস্তাকিম রহমান, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটা উপজেলায়

নিখোঁজের ৩ মাস অতিবাহিত হলেও সন্ধান না পেয়ে আতঙ্কে দিনপার করছেন নিখোঁজ মাদ্রাসা ছাত্র ফেরদৌসের পরিবার।

নিখোঁজ মাদ্রাসা ছাত্র সে উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের থৈকরের পাড়া গ্রামের ছরোয়ার হোসেনের প্রথম পুত্র।

নিখোঁজ ফেরদৌস হোসেন সে জুমারবাড়ী ইউনিয়নের ছিলমানের পাড়া মাদ্রাসার ছাত্র।

উল্লেখ,জুমারবাড়ী ইউনিয়নের ছিলমানেরপাড়া নিজ বাড়ি থেকে পরিবারের ওপর অভিমান করে সবার অজান্তেই
বাড়ী থেকে বেরিয়ে যায়।

নিখোঁজের পরপরই আশেপাশেই
সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজির করেও তার সন্ধান পাওয়া যায় না। এখনও পর্যন্ত তার সন্ধানে
তার পরিবার খোঁজাখুঁজি অব্যাহত রয়েছে।

নিখোঁজ
মাদ্রাসা ছাত্রের
শারীরিক গড়ন: চুল-ছোট/খাট ও গায়ের রং ফর্সা। এবং তার গায়ে ছিল পাঞ্জামি- পায়জামা।

নিখোঁজ মাদ্রাসা ছাত্র ফেরদৌসের সন্ধান পাইলে সংশিষ্ট থানায় ও উপজেলা প্রেসক্লাবের (০১৭৩৭- ৫৬২৬৪৯)এ ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে তার পরিবার।