ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
মোঃ সাহাবুল আলম, স্টাফ রিপোর্টার: নাটোরের বড়াইগ্রামে মহাসড়কের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বনপাড়া বাইপাস এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে থানা-পুলিশ। নাটোর পিবিআই তদন্ত করে নিহত ব্যক্তির ঠিকানা উদ্ধার করেন নিহত ব্যক্তির নাম-মোঃ সোহেল রানা পিতা মোঃ তোয়েব আলী মাতা মোছাঃ রাহিলা খাতুন বাড়ি আল্লাহরদর্গা, খুলনা,কুষ্টিয়া, দৌলতপুর। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আজম জানান, স্থানীয় লোকজন রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে। তার পকেটে থাকা বাসের টিকিটের সূত্র ধরে সোমবার রাতের কোন এক সময়ে বাস থেকে নামার পরে তার মৃত্যু হয়। প্রাথমিক সুরতহাল রিপোর্টে তার স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরো বলেন, মরদেহ উদ্ধারের পর মরদেহ নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :