ঢাকা বুধবার ৯ই জুলাই, ২০২৫

ঢাকা বুধবার ৯ই জুলাই, ২০২৫

আল্লামা থানবী রহঃ ইসলামি ফাউন্ডেশন এর উদ্যোগে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত

মোহাম্মদ আতিকুল্লাহ চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধী প্রকাশিত: সোমবার, ২ অক্টোবর, ২০২৩, ১২:২৬ পূর্বাহ্ণ

আল্লামা থানবী রহঃ ইসলামি ফাউন্ডেশন ও এলাকাবাসীর উদ্যোগে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
৩০ শে সেপ্টেম্বর (২৩) শনিবার বাদে যোহর হতে
হাটহাজারী মদন হাট দুলাইর পাড়া জামে মসজিদ সংলগ্ন ময়দানে পবিত্র কুরআন তেলওয়াতের মধ্যে দিয়ে মাহফিল শুরু হয়, এই উপলক্ষে মাঠে সভাপতিত্ব করছেন
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লমা মুহিব্বুল্লাহ বাবু নগরী, আমীর হেফাজতে ইসলাম বাংলাদেশ, মহা পরিচালক হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আল্লামা মুফতি মাহমুদ হাসান বাবু নগরী, শিক্ষক আল জামিয়া আজিজুল উলুম বাবু নগর, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী
শাইখুল হাদীস জামিয়া ইসলামিয়া হারুনিয়া ঢাকা,বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুফতি আলী হাসান ওসামা, পরিচালক মারকাজুল উলুম আনোয়ার শাহ কাশ্মীরি রহঃ রাজবাড়ী মাদ্রাসা, আরো উপস্থিত ছিলেন ড. নুরুল আবছার আযহারী অধ্যাপক উচ্চতর হাদিস গবেষণা বিভাগ দারুল উলুম হাটহাজারী মাদ্রাসা, ইসমাইল খান সিনিয়র শিক্ষক মেখল মাদ্রাসা ,মুফতি ওসমান সাদেক মারাকাযুর রাশাদ মাদ্রাসা ,মুফতি তাওহীদুল ইসলাম শিক্ষক বাথুয়া মাদ্রাসা, মাওলানা ওসমান গনি,
দুলাইর পাড়া জামে মসজিদের ইমাম মাওলানা নজরুল ইসলাম প্রমুখ পরে দোয়া ও মুনাজাতের মধ্যে মাহফিল সম্পন্ন হয়।