ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
লোকমান হোসেন মিলন ,রায়গঞ্জ: মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় ঈদ উল ফিতর উপলক্ষে বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে উপজেলার সোনাখাড়া ইউনিয়নে অতিদরিদ্র, অসহায় ও দুস্থ ২৩ শত ৪০ পরিবারের মাঝে বিনামূল্যের ভিজিএফ’র এসব চাল বিতরণ করা হয়েছে। সোমবার (০১ এপ্রিল) সকালে সোনাখাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে প্রতি পরিবারকে ১০ কেজি করে ভিজিএফ’র চাল দেওয়া হয়। বিনামূল্যে ১০ কেজি চাল পাওয়া ইউনিয়নের বাসিন্দা রেহেনা বেগম জানান, সামনে ঈদ এই ঈদে আমাদের পরিবার নিয়ে বেশ কয়েক দিন এই চাল খেতে পারবো আমাদের এই সুবিধা দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চেয়ারম্যানকে ধন্যবাদ জানাই।ইউপি চেয়ারম্যান আবু হেনা মোঃ মোস্তফা কামাল রিপন বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিনামূল্যের ১০ কেজি করে চাল সুন্দরভাবে বিতরণ করা হয়েছে। উপহারের চাল পেয়ে খুশি দরিদ্র মানুষেরা। দরিদ্র মানুষের মাঝে সঠিক ভাবে এ উপহার পৌছে দিতে পেরে আমি অনেক খুশি। চালগুলো যেন সঠিক মানুষগুলোর হাতে ভোগান্তি ছাড়াই তুলে দিতে পারি সে জন্য ইউনিয়ন পরিষদ চত্বরে তত্ত্বাবধানে তালিকা অনুসারে চালগুলো বিতরণ করেছি।এই চালগুলো পেয়ে ইউনিয়নের দরিদ্র মানুষদের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে। এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সচিব.মেহেদী হাসান ,ট্যাগ অফিসার সেলিম রেজা,প্যানেল চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রফিক,ইউপি সদস্য মোঃ আব্দুল আলীম শেখ সহ সকল ইউপি সদস্য ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :