ঢাকা বৃহস্পতিবার ৯ অক্টোবর, ২০২৫

ঢাকা বৃহস্পতিবার ৯ অক্টোবর, ২০২৫

ইসলামে রোজার তাৎপর্য ও মাহাত্ম্য রোজা সর্বকালীন ইবাদত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪, ৬:০২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদন: ইসলাম ধর্ম ও শরিয়তে মুহাম্মদি ছাড়া অন্যান্য ধর্মেও রোজার বিধান ছিল। তবে রোজা শরিয়তসিদ্ধ-করণে ইসলামের যে পদ্ধতি তা ব্যাপক উপকারসমৃদ্ধ এবং রোজার উদ্দেশ্য আদায়ে সবচেয়ে পূর্ণাঙ্গ। ইসলামি শরিয়তে বরকতময় ও পবিত্র কুরআন অবতীর্ণের মাস রমাদানে ধারাবাহিকভাবে পূর্ণ একমাস রোজা ফরজ করা হয়েছে। রমাদানে দিনের বেলায় রোজা রাখা হবে এবং রাতে পানাহার করবে। রোজার ব্যাপারে আরববাসীর মধ্যে এমন প্রচলনই ছিল এবং আরবদের প্রচলনকেই সাধারণভাবে ইসলামি বিধান প্রবর্তনের মানদণ্ড সাব্যস্থ করা হয়েছে। পরবর্তীতে তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে এবং মুসলমানগণ সে নিয়মে অভ্যস্থ হয়ে পড়ে। এ প্রসঙ্গে শাইখুল ইসলাম আহমদ ইবনে আবদুর রহিম দেহলভি রহ. বলেন- ‘রোজার দিন ধার্য করা হয় ফজরের সময় থেকে সূর্যাস্ত পর্যন্ত মধ্যবর্তী সময়কে। কেননা আরবদের মাঝে দিনের ব্যাপারে এ ধারণাই পোক্ত ছিল। তাদের সমাজে প্রচলিত আশুরার রোজাতে তারা দিনের এহিসেব অনুযায়ীই আমল করত। আর মাস নির্ধারণ করা হয়েছে এক চাঁদ থেকে অন্য চাঁদ উদয় হওয়া পর্যন্ত সময়কে। কেননা আরবদের কাছে মাসের হিসেৰ এটাই ছিল। তারা সৌরবর্ষের হিসেব করত না।’ _____________ জুবায়ের ইবনে সাঈদ তাকমিল (মাস্টার্স), দারুল উলুম দেওবন্দ, ভারত ১৩ রমজান ১৪৪৫ হিজরি