ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

সাভার হকার্স মার্কেটের শুভ উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৩ মার্চ, ২০২৪, ৮:২৭ পূর্বাহ্ণ

মোঃ মাজেদুল ইসলাম: আজ ২২শে, মার্চ ২০২৪ইং এর রোজ শুক্রবার বিকেল তিন ঘটিকার সময় সাভার বাসস্ট্যান্ডের পাশেই এস আর হকার্স মার্কেটের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। শুভ উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা -১৯ আসনের সংসদ সদস্য জনাব মুহাম্মদ সাইফুল ইসলাম এমপি প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব মঞ্জুরুল আলম রাজিব চেয়ারম্যান সাভার উপজেলা পরিষদ ও সাধারণ সম্পাদক সাভার উপজেলা আওয়ামীলীগ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী আব্দুল গনি মেয়র,সাভার পৌরসভা, ১ নং প্যানেল মেয়র ও সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব,নজরুল ইসলাম মানিক মোল্লা, জনাব মোঃ মিজানুর রহমান (জি এস মিজান ),আহবায়ক, ঢাকা জেলা যুবলীগ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসাইন, সভাপতি, বাংলাদেশ হকার্স সংগ্রাম পরিষদ, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য অধ্যক্ষ নাদিয়া নূর তনু সহ স্থানীয় গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গরাও উপস্হিত ছিলেন। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এস আর হকার্স মার্কেট ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি শ্রমিক নেতা জনাব রফিকুল ইসলাম সুজন। উক্ত অনুষ্ঠানের প্রধান বক্তা জনাব মনজুরুল রাজিব বলেন, হকারদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা অব্যাহত থাকবে সেই সাথে যেকোনো সার্বিক সহযোগিতায় আমরা হকারদের পাশে আছি, থাকবো। প্রধান অতিথি জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম এমপি তার বলেন আমি আপনাদের কথা দিচ্ছি সাভারে আর কোন ধরনের চাঁদাবাজি হবে না। আপনারা নিশ্চিন্তে ব্যবসা করবেন। এছাড়াও তিনি গরিবের মার্কেট নামে একটি মার্কেট করার চিন্তা ভাবনা করছেন বলে তিনি জানান। প্রধান অতিথি বক্তব্যের পরপরই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন উক্ত অনুষ্ঠানের সভাপতি জনাব রফিকুল ইসলাম সুজন।