ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

নানা আয়োজনের মাধ্যমে বান্দরবানে ৭ই মার্চ উদযাপন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪, ১:১১ পূর্বাহ্ণ

মোঃ মাহাবুব আলম,স্টাফ রিপোর্টারঃ ৭ মার্চ উপলক্ষে সকালে বান্দরবান বঙ্গবন্ধু মুক্তমঞ্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন সরকারি বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা,কর্মচারী এবং আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা।

পরে জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, পৌর মেয়র মোঃ সামসুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মিরা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল করিম সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন ঐতিহাসিক ৭ মার্চ বাঙালি জাতির মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দিন।১৯৭১ সালের এই দিনে ঐতিহাসিক
রেসকোর্স ময়দানে এক বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা সংগ্রামের ডাক দেন।
ঐদিন লাখো মানুষের উপস্থিতিতে এই মহান নেতা বজ্রকণ্ঠে ঘোষণা করেন,

রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো
এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ,
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম,
জয় বাংলা জয় বঙ্গবন্ধু।

আলোচনা শেষে এক মনব্বসংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন এবং বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পরপরই আলোচনা সভা সমাপ্তি হয়।ও