ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

রংপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৯:৫৩ অপরাহ্ণ

শিল্পী আক্তার রংপুর নারী ও শিশু বিষয়ক সম্পাদকঃ রংপুর মহানগরীর নয়াহাটে ধানক্ষেত থেকে ৫৫ বছর বয়সী একজন অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে হত্যা করে অটোরিকশা নিয়ে ছিনতাই করে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নগরীর হাজিরহাট থানার নয়ারহাট বাজারের কাছে রংপুর-বদরগঞ্জ সড়কের পাশেরি একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মৃতের নাম জাহিদুল ইসলাম। তিনি গঙ্গাচড়া উপজেলার বুড়িডাঙ্গী এলাকার মৃত খরকু মিয়ার ছেলে এবং পেশায় অটোরিকশা চালক।

আরপিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো: শাহনুর আলম পাটোয়ারী জানান, আমাদের ধারণা, অটোরিকশাটি ছিনতাইয়ের পর মঙ্গলবার ভোবের দিকে তাকে হত্যা করে ধানক্ষেতে ফেলে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। তবে কিভাবে তাকে হত্যা করা হয়েছে তা ময়নাতদন্ত প্রতিবেদনের পর জানা যাবে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা জানান, এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে, দুর্বৃত্তদের আইনের আওতায় আনতে অভিযানও চালানো হচ্ছে।