ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

মানিকছড়ি ইংলিশ স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরনী ২০২৪ অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:২৯ অপরাহ্ণ

মোঃ সালাউদ্দিন:- খাগড়াছড়ির মানিকছড়ি ইংলিশ স্কুলের ১৪ তম বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে বিদ্যালয়ের মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সৈয়দা সাদিয়া নূরীয়ার সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের জোন কমান্ডার ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের প্রধান উপদেষ্টা লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি,জি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জয়নাল আবেদীন, মানিকছড়ি ক্যাম্প কমান্ডার মেজর মো. আসাদুজ্জামান খন্দকার, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ সামায়উন ফরাজী (সামু), ইউপি সদস্য মোঃ আসাদুল ইসলাম সহ এলাকার গন্যমান্য ব্যক্তি ও বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থীরা ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ গোলাম রসুল।

অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয় শিক্ষার্থীরা।

পরে আলোচনা শেষে অতিথিরা বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।