ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

আইইএবি এর মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উদযাপন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:১৬ পূর্বাহ্ণ

ফাতেমা আক্তার মাহমুদ ইভা, স্টাফ রিপোর্টার: বাংলাদেশে প্রাইভেট/বেসরকারী সেক্টর ও শিল্প সেক্টরে কর্মরত প্রকৌশলীদের সবচেয়ে বড় সংগঠন “ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইইএবি)”। উক্ত সংগঠনের পক্ষ থেকে অমর একুশের চেতনা নিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৪ উদযাপন করা হয়। কর্মসূচীর অংশ হিসেবে উক্ত সংগঠনের জাতীয় স্টিয়ারিং কমিটির সভাপতি প্রকৌঃ জাহাঙ্গীর আলম তুষার এবং সাধারণ সম্পাদক প্রকৌঃ মোঃ আলমগীর এর নেতৃত্বে ৫২ এর বীর ভাষা শহীদদের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এসময় উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের অমর একুশে ফেব্রুয়ারী “মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৪” উদযাপন কমিটির আহ্বায়ক প্রকৌঃ মোঃ জসিম উদ্দিন এবং সদস্য সচিব প্রকৌঃ মোঃ শরিফুর রহমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন সাংগঠনিক কাঠামোর নেতৃবৃন্দ। দ্বিতীয় পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে বটতলায় একুশের চেতনা ও গুরুত্ব নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন সাংগঠনিক কাঠামোর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। উক্ত আলোচনা সভা সঞ্চালনা করেন অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৪ উদযাপন কমিটির সদস্য সচিব প্রকৌঃ শরিফুর রহমান এবং উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৪ উদযাপন কমিটির আহ্বায়ক প্রকৌঃ মোঃ জসিম উদ্দিন। সাংগঠনিক আলোচনা শেষে ৫২ এর বীর ভাষাসৈনিকদের আত্মার মাগফিরাত কামনা করে একটি বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন আইইএবি এর জাতীয় স্টিয়ারিং কমিটির সভাপতি প্রকৌঃ মোঃ আলমগীর।