ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ফাগুন এসেছে

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪, ২:১৮ পূর্বাহ্ণ

ফাগুন এসেছ

_✍️ নির্জনা

ফাগুন এসেছে বলে…
আজ ফাগুনের দোলায় মাতাল হাওয়ায় রঙ লেগেছে, আকাশে বাতাসে শয়নে স্বপনে!

পলাশ শিমুল কৃষ্ণচূড়া পথঘাট লালে লাল রক্তিম সূর্যের মতো..
আজ ফাগুন এলো বলে।

বসন্তের জোয়ারে কুসুম কলি ফুটিল বাগানে…
কুঞ্জকাননে শত ফুলের দোলন চাঁপা বনে, সুগন্ধি মেতেছে
হলুদ গাঁদা ফুলের সমারোহে।

ললনা’রা হেঁটে চলেছে ; হলুদ বাসন্তী শাড়িতে খোঁপায় নানা রঙের ফুলের মালা জড়িয়ে!

আজ সত্যি ফাগুন এসেছে..
আকাশে বাতাসে ফাগুনের মিষ্টি ফুলের সুগন্ধিতে, মনোহৃদ মাতোয়ারা হয়ে উঠেছে!
প্রতীক্ষার ফাগুন আজ এসেছে ; নবরূপে প্রকৃতি সাজবে বলে।
🌻
তাং_১৩/০২/২০২৪ইং, লেখা নির্জনা