ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫
মো লুৎফুর রহমান রাকিব : যদি প্রশ্ন হয়,কোন্ সংখ্যাগরিষ্ঠ মুসলিমদেশে সবচেয়ে বেশী ইসলামের অবমাননা, আল্লাহ্, রাসূল,কোরআন,হাদিসের অবমাননা, ইসলামের বিরুদ্ধের ব্লগার ও নাস্তিকদের লেখালেখি ও কটুক্তি বেশী হয়? তাহলে এর সহজ উত্তর হবে, বাংলাদেশ। একইভাবে যদি প্রশ্ন হয়, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশী কোরআনের হাফেজ বর্তমানে পৃথিবীর কোন্ দেশটিতে দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে? সেটার উত্তর ও হবে বাংলাদেশ! মো লুৎফুর রহমান রাকিব ২০১৯ সালের বেসরকারী জরিপে পৃথিবীতে হাফেজের সংখ্যাটা ছিলো সাড়ে ৬ কোটি। তখন কেবল বাংলাদেশেই হাফেজের সংখ্যাটা ছিলো ২৫ লাখ। বর্তমানে বাংলাদেশে হাফেজের মোট সংখ্যা জানা যায়নি।কমপক্ষে আরো লাখ দুয়েকের কাছাকাছি তো যোগ করাই যায়। তাহলে ভাবুনতো আমাদের জন্যে এবং বাংলাদেশের জন্যেই কতোটা গর্বের বিষয়। বাংলাদেশের স্যাকুলার,নাস্তিক,ভারতপন্থী ব্লগার ও একটি বিশেষ ধর্মের লোকদের অপপ্রচার যতোই বৃদ্ধি পাচ্ছে, ততোটাই বৃদ্ধি পাচ্ছে এদেশের আলেমওলামা ও আল্লাহভীরু হাফেজের সংখ্যা। এদেশের নাস্তিক, ইসলামবিরোধী ব্লগার লেখকরা আন্তর্জাতিক সুনাম অর্জন করতে না পারলেও বাংলাদেশে তারা ঘৃণিত, নিন্দিত, ধিকৃত। কিন্তু বাংলাদেশের কিছু শ্রেষ্ঠ হাফেজেরা কেবল বাংলাদেশেই নয়, সারা দুনিয়ার প্রায় সব দেশেই পরিচিত। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র বা শিক্ষককে যদি আপনি প্রশ্ন করেন, বাংলাদেশের সেরা মাত্র ২ জন হাফেজের নাম বলুন। বিশ্বাস করুন, একজনও এই প্রশ্নের উত্তর দিতে পারবেনা। কিন্তু সৌদি আরব, ওমান ও কাতারের কোনো আরবকে যদি একই প্রশ্ন করেন যে, বাংলাদেশের সেরা ২ জন হাফেজর নাম বলুন।কয়েকজন হাফেজের নামই তারা বলে দিবে সহজেই। এর কারণ হলো,তারা খবর রাখে কিন্তু আমাদের বাংলাদেশের আধুনিক শিক্ষিত জনগণ হাফেজ,আলেমওলামা ও ইসলামপন্থীদের বিষয়ে নাক সিটকায়,যদিও আমরা নিজেরাও মুসলিমের পয়দা। এতেই বুঝা যায় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এখন স্যাকুলারিস্টদের করতলে কতোটা মুষ্টিবদ্ধ। হাফেজ, আলেমদের নিয়ে প্রচার প্রচারণায় আমাদের মিডিয়ার ও আছে অবহেলা। তবে হাফেজ আলেমদের নেতিবাচক খবর প্রকাশে তারা ঠিকই সিদ্ধহস্ত। শৈশবে দেখতাম কিছু পোলাপান খেলায় না পেরে সঙ্গীকে কিল মেরে দৌড়ে বাড়ি চলে যেতো এবং উল্টো অভিভাবকের কাছে নালিশ দিতো। আমাদের ব্লগার,স্যাকুলার,নাস্তিক ও ইসলামবিরোধীরাও জ্বলে ঠিক সেরকমই। তারা হরদম নেতিবাচক প্রচারণায় মেতে থাকে। তা থাক, তাদের মুখে চুনকালি দিয়ে বাংলাদেশের আলেম ও হাফেজেরা ইতিবাচক প্রচারহীনতায় নিরবে এগুতে এগুতে করে যাচ্ছে এক একটি বিশ্বরেকর্ড।
আপনার মতামত লিখুন :