ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
শুভসাহা বিশেষ প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীর আওতাধীন এলেঙ্গাতে লুৎফর রহমান মতিন মহিলা কলেজে যথাযোগ্য মর্যাদায় উৎসব মুখরভাবে বসন্ত উৎসব পালিত হয়েছে। বুধবার(১৪ই ফেব্রুয়ারি)কলেজ মাঠে সারা দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৪(কালিহাতী)আসনের সংসদ সদস্য মুক্তিযুদ্ধের অন্যতম মহান সংগঠক আবদুল লতিফ সিদ্দিকী এমপি। এছাড়াও ওই অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন,কলেজের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিল্পপতি লুৎফর রহমান মতিন,উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ আনোয়ার হোসেন মোল্লা,কালিহাতী থানার ওসি কামরুল ইসলাম ফারুক, এলেঙ্গা পৌরসভার মেয়র নূর এ আলম সিদ্দিকী,অধ্যক্ষ শহিদুল ইসলাম,সাংবাদিক মোশারফ হোসেন ঝিন্টু সিদ্দিকী, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল লতিফ মোল্লা এবং কলেজের শিক্ষার্থীসহ শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন বলে জানাযায়। উল্লেখ্য,অনুষ্ঠানে এক পর্যায়ে কলেজের শিক্ষার্থীদের সাথে নাচে গানে আনন্দ উৎসবে মেতে উঠেন আবদুল লতিফ সিদ্দিকী এমপি। শুভসাহা বিশেষ প্রতিনিধি:
আপনার মতামত লিখুন :