ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
আব্দুস সামাদ পাটগ্রাম উপজেলা প্রতিনিধি: জীবন নির্বাহের তাগিদে রাজমিস্ত্রীর কাজে খুলনা গিয়েছিল লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ঘোনাবাড়ী কদুরবাজার এলাকার আশরাফুল আলম (৩০) পিতা মোঃ সহিদার রহমান গতকাল সারাদিন এবং (নাইট) করে রাতের খাবার পর শুয়ে পরলে রাত আনুমানিক ১২ টায় শোয়ার পরপরই বুকে ব্যথা উঠে তার। প্রচন্ড ব্যথায় চিৎকার করতে থাকলে সহকর্মীরা তাকে দ্রুত খুলনা হাসপাতালে নিয়ে যায়, সেখানে তাকে মৃত ঘোষণা করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ। আজ দুপুর ৩ টায় ঘোনাবাড়ী কদুরবাজার নিজ বাড়ীতে ফিরল তার লাশের গাড়ি লাশের জানাজার নামাজ বিকাল ৫ ঘটিকায় দাফন সম্পন্ন হয়েছে।।
আপনার মতামত লিখুন :