চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ অদ্য বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি ২০২৪) বিকাল সাড়ে ৩ টার সময় চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলা ৩নং দাইপুকুরিয়া ইউনিয়নের বাগবাড়ি দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ স্লোগানকে সামনে রেখে সাইবার বুলিং, কিশোর গ্যাং, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, জুয়া, ইভটিজিং, বাল্য বিবাহ ও যৌতুক, গুজব প্রতিরোধ , ডিজিটাল ডিভাইস, মােবাইলের প্রতি আসক্তি, সাইবার ক্রাইম, প্রতিরোধের লক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। কিশাের অপরাধ,পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, ট্রাফিক ব্যবস্থাপনাসহ,সমসাময়িক বিভিন্ন সমস্যা, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যুতে সচেতনতা এবং ভালো রাখার লক্ষে কাজ করে যাচ্ছেন,শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেন। উক্ত সভায় শিবগঞ্জ উপজেলা ৩নং দাইপুকুরিয়া ইউনিয়ন পরিষদ (চেয়ারম্যান) আলোমগীর (রেজা) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ, মোঃ সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানা পুলিশ পরিদর্শক, সুকোমল চন্দ্র দেবনাথ। শিবগঞ্জ থানা পুলিশ উপ-পরিদর্শক, সোহেল রানা গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আপনার মতামত লিখুন :